বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মহম্মদবাজারে।
বিস্ফোরক উদ্ধার করেছে মহম্মদবাজার থানার পুলিস বলে খবর। পুলিস সূত্রে জানা গেছে বীরভূমের জাতীয় সড়কের উপর টহলদারির সময়ই এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। মহম্মদবাজারের জয়পুর এলাকায় একটি ছোট মারুতি গাড়ির ভিতর থেকে প্রায় ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার করে পুলিস। সন্দেহ হওয়ায় মহম্মদবাজার থানার পুলিস গাড়িটি ধরে।
অভিযোগ, গাড়িটির সঠিক নথি দেখাতে পারেননি চালক। এরপরই গাড়িটিকে আটক করে পুলিস। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিস্ফোরক। পুলিসি জেরার মুখে গাড়িচালক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে তিনি রানিগঞ্জ থেকে রামপুরহাট যাচ্ছিলেন। কিন্তু কী কারণে এতো ডিটোনেটর নিয়ে যাওয়া হচ্ছিল? তার কোনও সদুত্তর মেলেনি। পাথর খাদানের কাজে ব্যবহারের জন্য না অন্য কোনও কারণে এই বিস্ফোরক মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিস।
Your browser doesn’t support HTML5