বিক্ষোভের মুখে লেবানন সরকারের পদত্যাগ

Lebanon, Beirut, Lebanon's Prime Minister Hassan Diab speaks at the government palace

গত সপ্তাহের বৈরুত বন্দরে ধ্বংসাত্মক বিস্ফোরণ এবং এর পরে প্রকাশ্য বিক্ষোভের জেরে সোমবার রাতে লেবাননের প্রধানমন্ত্রী তার সরকারের পদত্যাগ ঘোষণা করেছেন।

এর আগে বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করার পরে এই সিদ্ধান্ত আসে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘দুর্নীতির মহামারির কারণেই বৈরুত বন্দরে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশের চেয়ে করাপশন সিস্টেম বড় হয়ে উঠেছে।’ তিনি বিস্ফোরণের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।