প্রেসিডেন্ট লিংকনের সাথে নিজেকে তুলনা করলেন ট্রাম্প

President Donald Trump speaks during a Fox News virtual town hall from the Lincoln Memorial, in Washington.

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ঐতিহাসিক ভাবে প্রেসিডেন্ট লিংকনের চেয়েও বেশি বৈষম্যমূলক আচরন তিনি পেয়েছেন গনমাধ্যমের কাছ থেকে।

১৮৬১-৬৫ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা আব্রাহাম লিংকনের গৃহযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসা এবং দাসপ্রথা বিলুপ্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে বিরোধী দলীয়দের পক্ষ থেকে ব্যপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল।


প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এর তখনকার সেই পরিস্থিতির সাথে ট্রাম্প নিজের এখনকার পরিস্থিতি তুলনা করেন।

সম্প্রতি একটি টেলিভিশনের ভার্চুয়াল টাউন হল চলাকালীন তিনি প্রশ্ন দাতাদের উত্তরে এই মন্তব্য করেন। ভার্চুয়াল এই টাউন হল টি অনুষ্ঠিত হয় রাজধানী ওয়াশিংটনের লিংকন স্মৃতিসৌধে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং অনুষ্ঠানের উপস্থাপক ও উপস্থাপিকা লিংকনের সেই আইকনিক বিশাল মূর্তির সামনে বসা ছিলেন।

তিনি বলেন সাংবাদিকরা আমাকে প্রায়ই পক্ষপাতদুষ্ট এবং লাঞ্ছনাকর প্রশ্ন করে থাকেন।