ইউরোপের কিছু দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে

ডেনমার্ক, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক সহ কিছু ইউরোপীয় দেশ করোনাভাইরাস লকডাউন এর নিষেধাজ্ঞাগুলি তুলতে শুরু করেছে।

ওদিকে স্পেনে আংশিক লকডাউন উঠায় মাদ্রিদ অঞ্চলের তিন লাখের মতো মানুষ কাজে ফিরেছেন।

মাসখানেক আগে লকডাউন শুরু হওয়ার পর সোমবার তারা প্রথম কাজে ফিরলেন বলে মাদ্রিদের আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন।

লকডাউন পরিস্থিতির দ্বিতীয় মাস শুরু হতে চলায় স্পেন সরকার কিছু বিধি-নিষেধ শিথিল করছে। অবকাঠামো ও ম্যানুফ্যাকচারিং শিল্পের মতো যে সব খাতের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারেন না তাদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তবে দোকানপাট, বার ও রেস্তোরাঁসহ জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।