সাবেক জাতিসংঘ মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কোয়েলার মারা গেছেন। মৃত্যুকালে পেরুভিয়ান এই কুটনীতিকের বয়স হয়েছিল ১০০ বছর।
সাবেক জাতিসংঘ মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কোয়েলার মারা গেছেন। মৃত্যুকালে পেরুভিয়ান এই কুটনীতিকের বয়স হয়েছিল ১০০ বছর।
১৯৮০-৯০ সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালনকালে হাভিয়ের বিশ্বের বহু গুরুত্বপুর্ন শান্তি প্রক্রিয়ায় অবদান রাখেন।
তিনিই প্রথম লাতিন আমেরিকান যিনি এই পদে অধিষ্ঠিত হন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১০ বছরের ইরাক ইরান যুদ্ধের অবসান, দক্ষিন আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধিনতা প্রক্রিয়া, এবং লেবাননে জিম্মি রাখা আমেরিকানদের মুক্তির সমঝোতা।
এছাড়া তিনি ক্যাম্বোডিয়া, নিকারাগুয়া এ এল সালভাদরের সংঘাতের অবসানে অবদান রাখেন।
জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ কোয়েলারের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে একজন ঝানু কুটনীতিক ও ভালো মানুষ বলে উল্লেখ করেন।