ভারতের প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখার নিয়মতান্ত্রিক প্রধান হলেন দেশের রাষ্ট্রপতি। কিন্তু তিন বাহিনীর প্রধান বলতে কেউ ছিলেন না, তেমন কোনও পদও ছিল না। এ বছর ১৫ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী "চিফ অফ ডিফেন্স স্টাফ" বা সিডিএস পদ গঠনের কথা ঘোষণা করেন, আর আজ জানা গিয়েছে সেই পদে প্রথম বৃত হচ্ছেন ভারতীয় স্থল বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, যিনি অতি সম্প্রতি এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের নেতাদের সমালোচনা করে তীব্র সমালোচিত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর আচরণবিধিতে রাজনৈতিক কার্যকলাপ দূরে থাক, রাজনৈতিক মন্তব্য করাও বারণ। বিরোধী দলগুলির বক্তব্য, রাওয়াত শাসকদলের মনোমত মন্তব্য করে পুরস্কৃত হলেন। সেনাবাহিনীতে অবসরের বয়স ৬২ বছর, ইতিমধ্যে শুধু মাত্র সিডিএস পদের জন্য সেই সময়সীমা আরও ৩ বছর বাড়িয়ে ৬৫ করা হয়েছে। আগামী কাল ৩১শে ডিসেম্বর রাওয়াত সেনা বাহিনীর প্রধান পদ থেকে অবসর নেবেন এবং পয়লা জানুয়ারি থেকে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে যোগ দেবেন। তাঁর কাজ হবে নৌ, বিমান ও সেনাবাহিনীর মধ্যে সমণ্বয় রাখা, ও প্রতিরক্ষামন্ত্রীকে পরামর্শ দেওয়া।
Your browser doesn’t support HTML5
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা