সোমবার জেনিভায় প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশ্ব শরনার্থী সম্মেলন। বিভিন্ন সরকারের প্রতিনিধি, জাতিসংঘ, এনজিও ও বানিজ্য প্রতিনিধি সহ বিশ্বের ২ হাজার মানুষ যোগ দিচ্ছেন গ্লোবাল রেফুজি ফোরাম নামের এই সম্মেলনে।
সোমবার জেনিভায় প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশ্ব শরনার্থী সম্মেলন। বিভিন্ন সরকারের প্রতিনিধি, জাতিসংঘ, এনজিও ও বানিজ্য প্রতিনিধি সহ বিশ্বের ২ হাজার মানুষ যোগ দিচ্ছেন গ্লোবাল রেফুজি ফোরাম নামের এই সম্মেলনে।
তিন দিনের এই সম্মেলনের লক্ষ্য বিশ্বব্যাপী শরনার্থী সংকটের সমাধান। ফোরামের আয়োজকরা জানান জার্মানী, তুরস্ক, পাকিস্তান, কোস্টারিকা, ইথিওপিয়া, সোমালীয়ার রাষ্ট্র প্রধানরা ফোরামে আসছেন।
বিশ্বে এই মুহুর্তে ৭০ মিলিয়নেরও বেশী মানুষ ঘরছাড়া। যুদ্ধ ও নানা ধরনের সংঘাতে তারা গৃহচ্যুত। এর মধ্যে ২৫ মিলিয়ন শরনার্থী। জাতিসংঘ শরনার্থী সংস্থার মতে দুই তৃতিয়াংশ শরনার্থী মাত্র ৫টি দেশের।