ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের বাছাই করা কিছু পার্লামেন্ট সদস্য আজ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখতে শ্রীনগরে গিয়েছেন।
মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কাশ্মীরে ভারতের কেন্দ্রীয় সরকারের কঠোর বাধা নিষেধের তীব্র সমালোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের কয়েক জন সেনেটর তো কাশ্মীরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাঁদের অনুমতি দেয়নি। একই রকম সমালোচনা ইউরোপীয় ইউনিয়ন থেকে করা হলেও সেখান থেকেই একটা বড় প্রতিনিধিদল কাশ্মীর সফরের আমন্ত্রণ পেল!
ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্য গতকাল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জন আজ শ্রীনগরে গিয়েছেন।