বাগদাদীর মৃত্যু কতোটা বিপদে ফেলেছে ইসলামিক ষ্টেটকে

রবিবার যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে মৃত্যু হয় ইসলামিক ষ্টেটের প্রধান আবু বকর অল বাগদাদির। তার পর পরই নতুন নেতা বেছে নিয়েছে আইএস। আল-হজ আবদুল্লা কারদাশ আইএসের নতুন প্রধান।

রবিবার যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে মৃত্যু হয় ইসলামিক ষ্টেটের প্রধান আবু বকর অল বাগদাদির। তার পর পরই নতুন নেতা বেছে নিয়েছে আইএস। আল-হজ আবদুল্লা কারদাশ আইএসের নতুন প্রধান।

যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে আবু বকর আল-বাগদাদি চ্যাপ্টারের অবসান হয়েছে বলে সবার বিশ্বাস। কিন্তু তাতেও এই জঙ্গি গোষ্ঠী কি খুব বেশি বেকায়দায় পড়েছে?

বাঘদাদীর মৃত্যুর পর আইসিস কি আবার সংগঠিত হবে? বাঘদাদীর মৃত্যুর বদলা নেয়ার জন্যে তারা কি আরো জঙ্গী হয়ে ওঠার সম্ভাবনা আছে? কতো সময় লাগবে? বিশ্বের জন্যে এই সময়টা জঙ্গীবাদীদের যে কোনো অভিযানের আশংকা থেকে কতোটা মুক্ত? এসব প্রশ্নের উত্তর বলছেন আজকের আলাপনে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও যুক্তরাস্ট্রের ইউনিভার্সিটি সিস্টেমের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ের শিক্ষক ড. সাইদ ইফতেখার আহমেদ।

Your browser doesn’t support HTML5

বাগদাদীর মৃত্যু কতোটা বিপদে ফেলেছে ইসলামিক ষ্টেটকে