ভারত ও পাকিস্তানী সীমান্তে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে যুদ্ধে চারজন অসামরিক লোক ও তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। আগষ্ট মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে একে ঘিরে দুই দেশের সৃষ্ট উত্তেজনা উদ্বেগের এ যাবৎকালের সবচেয়ে বড় ঘটনা ঘটলো।
১৯শে অক্টোবর শেষ রাতের দিকে সংঘঠিত ঐ যুদ্ধের তাৎক্ষনিক রিপোর্টে ৭ জন নিহত হবার খবর মিললেও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশংকা গনমাধ্যমের।
পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর রবিবার এক টুইট বার্তায় বলেন ভারতীয় পক্ষ থেকে পাইস্তানের অসামরিক লোকজন লক্ষ্য করে ডি ফ্যাক্টো লাইন অব কন্ট্রোল এলাকায় শেল নিক্ষেপ করে প্রথমে উস্কানী দেয়া হয়। বলেন তাতে তিনজন অসামরিক লোক ও একজন পাকিস্তানী সেনা সদস্য মারা যান। দুই পাকিস্তানী সেনা ও ৫জন অসামরিক মানুষ আহত হন।
মেজর জেনারেল গাফুর বলেন জবাবে পাকিস্তানী সেনারা পাল্টা গুলী ছুড়লে ৯জন ভারতীয় সেনা মারা যান এবং ভারতীয় বাংকার ধ্ব্ংস হয়।
ভারতীয় পক্ষ তা অস্বীকার করে বলেন পাকিস্তানী সেনারা ভারতীয় সীমান্তের অসামরিক বসতি লক্ষ্য করে হামলা চালালে এক সেনা সদস্য ও দুইজন অসামরিক ভারতীয় মারা যান। ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন ৩জন অসামরিক ভারতীয় আহত হন।