চীনের বেল্ট এন্ড রোড ইনেশিয়েটিভ-এ বাংলাদেশ যুক্ত হয়েছে

চীনের বেল্ট এন্ড রোড ইনেশিয়েটিভ-এ বাংলাদেশ যুক্ত হয়েছে। আর এতে বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনা ও সুযোগের সৃষ্টি হলেও এই সুযোগ ও সম্ভাবনা হাসিলে বাংলাদেশকে ব্যাপক মাত্রায় সজাগ থাকতে হবে এবং সতর্ক পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি রোববার দিনব্যাপী চীনের বেল্ট এন্ড রোড ইনেশিয়েটিভ এর উপরে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশিষ্টজন ও বিশেষজ্ঞগণ এই মতামত প্রকাশ ও পরামর্শ দিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত চীনের উদ্যোগে যুক্ত না হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো কতটা লাভবান হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাছাড়া বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে কিনা সে বিষয়েও সজাগ থাকতে হবে। আর এসব সতর্ক বার্তার কথা বলেছেন, সিপিডি-র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সেমিনারে বক্তারা বলেন, ভুল পদক্ষেপ নিলে তা ক্ষতির কারণ হবে বাংলাদেশের জন্যই । ....ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

চীনের বেল্ট এন্ড রোড ইনেশিয়েটিভ-এ বাংলাদেশ যুক্ত হয়েছে