জম্মু কাশ্মীর ইসুতে ভারতের সব ক'টি রাজ্যে সতর্কতা জারি

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ পশ্চিমবঙ্গ সহ ভারতের সব ক'টি রাজ্যে চরম সতর্কতা জারি করেছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ পশ্চিমবঙ্গ সহ ভারতের সব ক'টি রাজ্যে চরম সতর্কতা জারি করেছে।

ভারতের সংবিধান রচনার পর থেকেই ৩৭০ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা পেয়ে এসেছে। আজ প্রায় ৭০ বছর পরে সেই ধারা রদ করার ফলে দেশের নানা জায়গায় অশান্তি এবং নাশকতা মূলক হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দিয়েছে গোয়েন্দা দফতর। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার আজ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে চরম সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, বিশেষ করে ধর্মস্থান, ধর্মীয় অনুষ্ঠান অথবা যেখানে বেশি মানুষ জড়ো হন, সে সব জায়গায় নজর রাখতে।

উল্লেখ্য, আজ সংসদে কাশ্মীর সংক্রান্ত বইগুলো পেশ করা হলে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলও তার তীব্র প্রতিবাদ করে। তাতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলছেন, বাঙালির আজ গর্ব করার দিন। বাংলার সুসন্তান, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম দিন থেকেই ৩৭০ ধারার বিরোধী ছিলেন। কাশ্মীরের জেলে তাঁর মৃত্যু হয়। আজ তাঁর স্বপ্ন সফল হলো। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

জম্মু কাশ্মীর ইসুতে ভারতের সব ক'টি রাজ্যে সতর্কতা জারি