হোভারবোর্ডে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে উড়লেন ফরাসী আবিস্কারক জাপাতা

জেট চালিত হোভারবোর্ডে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছেন এক ফরাসী আবিস্কারক।

জেট চালিত হোভারবোর্ডে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছেন এক ফরাসী আবিস্কারক।

ফ্রাংকি জাপাতা নামের ওই আবিস্কারকের বাহনে ফ্রা্ন্স থেকে রওনা হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড অংশে যেতে ২০ মিনিট সময় লাগে।

৫টি ছোট জেট ইঞ্জিনের বাহন কেরোসিনে চলে এবং জাপাতা উড়ের যাওয়ার সময় শুধুমাত্র একটি ব্যাকপ্যাক সঙ্গে নেন।

জাপাতা ফ্রান্সের উনগেট থেকে উড্ডয়ন করেন এবং ল্রান্ড করেন বৃটেনের দক্ষিন উপকুলের সেই্ন্ট মার্গারেটস বে’তে। ফরাসী সেনা হেলিকপ্টার তাকে অনুসরণ করে। মাঝপথে একটি জাহাজের ওপর থেমে জ্বালানী ভরেন তিনি।

রবিবার এটি ছিল ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ায় তার দ্বিতিয় চেষ্টা। জুলাইতে প্রথমবার পাড়ির চেষ্টা ব্যার্থ হয়েছিল। মাঝপথে থেমে জ্বালানী নেয়ার চেষ্টাকালে জাহাজের ওপর নামতে পারেনি সে, পানিতে পড়ে যায়।

এবার সফল হয়েছেন। ইংল্যান্ডের একটি প্রাইভেট ল্যান্ডে নামেন তিনি। তার এই সফলতায় গনমাধ্যম সরব।