বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে উৎপাদিত পাস্তুরিত এবং অপাস্তুরিত দুধে কোণও প্রকার সিসা, ক্রোমিয়াম, সালফা ড্রাগ বা এন্টিবায়োটিকের অস্তিত্ব নাই।
সম্প্রতি দেশে উৎপাদিত পাস্তুরিত দুধের বিশুদ্ধতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং উচ্চ আদালতে বিষয়টি যখন নিষ্পত্তির অপেক্ষায় আছে তখন দেশের কৃষি মন্ত্রী এক সংবাদ সম্মেলন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসির করা একটি গবেষণা প্রতিবেদনের বরাতে এ কথা বলেন। ভারতের চেন্নাইতে অবস্থিত আন্তর্জাতিক মান সম্মত ল্যাবরেটরি এসজিএস কর্তৃক বাংলাদেশের দুধের নমুনার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি করা বিএআরসির ওই প্রতিবেদনে বলা হয় এ সকল দুধে মানুষের জন্য ক্ষতিকর কোন কিছু নাই।
এর আগে হাই কোর্টের নির্দেশে বাংলাদেশের একমাত্র মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এর তত্ত্বাবধানে দেশের স্বনামধন্য তিনিটি সরকারি ল্যাবরেটরি ১৪ টি কোম্পানির পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে এগুলোর সব গুলতে মানব দেহের জন্য ক্ষতিকর সিসা এবং এন্টিবায়োটিকের অস্তিত্ব পেলে আদালত গত রোববার বাংলাদেশের এসকল কোম্পানির পাস্তুরিত দুধের ওপর ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের নিষেধাজ্ঞা সাময়িক ভাবে স্থগিত করে দেয়।
Your browser doesn’t support HTML5