বাংলাদেশের দুই কোটি বিশ লাখ শিশুকে আগামী শনিবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার ১ লাখ ২০ হাজার স্থায়ী ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা কেন্দ্র খোলা থাকবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকেই কেবল এই ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। এই কার্যক্রমকে সফল করতে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা-উপজেলায় অবহিতকরণ সভা হবে। এ জন্য দুই লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বছরে সাধারণত দু’বার শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। গত ১৯শে জানুয়ারি এ বছরের প্রথম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু ভারতের একটি কোম্পানির সরবরাহ করা ক্যাপসুল মানসম্মত না হওয়ায় তখন এই কার্যক্রম স্থগিত করা হয়। পরে গত ১৯শে ফেব্রুয়ারি সোয়া দুই কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়। উল্লেখ্য যে, ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দৃষ্টিশক্তি ভাল রাখে। শিশু মৃত্যুর হার কমে যায়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5