দুর্নীতির মামলায় অভিযুক্ত দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

দুর্নীতির মামলায় অভিযুক্ত দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার আদালতে হাজিরা দেন।

দুর্নীতির মামলায় অভিযুক্ত দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার আদালতে হাজিরা দেন।

১৯৯০ সালের অস্ত্র চুক্তিসহ নানা বিষয়ে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দাখিল হয়। প্রেসিডেন্ট হওয়ার পর সব মামলা বন্ধ ছিল। ২০১৬ সালে ১৬টি অভিযোগ আবার চালু হয়। জুমা বলেন ওগুলো রাজনৈতিক হয়রানী।

অভিযোগগুলোর মধ্যে আছে প্রতারনা, কালোবাজারি, দুর্নিতি, অর্থ পাচার ইত্যাদি।

গত বছর African National Congress জুমাকে ক্ষমতাচ্যুত করে। তার আমলে দক্ষিন আফ্রিকায় নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থনৈতিক দুরবস্থা নামে।