নিউজিল্যান্ডের মসজিদে গোলাগুলি চরম মানবাধিকার লংঘন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গোলাগুলির ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গোলাগুলির ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। তাদের সকলের আত্মার শান্তদি কামনা করছি।

বিশ্বের মানবাধিকার লংঘনের নিক্তিতে ভেনিজুয়েলা এবং চীনের অবস্থা সবচেয়ে খারাপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা ও গনমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের যে বিষয়গুলো ওই রিপোর্টে উঠে আসে তার মধ্যে বাংলাদেশের ৩০শে ডিসেম্বরের নির্বাচনের অনিয়ম, মানুষের বাক স্বাধীনতা হরণ, গনমাধ্যমের স্বাধীনতা হরণ, বিরোধী দলের ওপর গ্রেফতার ও নির্যাতন, গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড ইত্যাদি।

এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন হাউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এ্যাডভোকেট মন্জিল মোরশেদ এবং সিপিজে'র কর্মকর্তা আলিয়া ইফতেখার।

Your browser doesn’t support HTML5

নিউজিল্যান্ডের মসজিদে গোলাগুলি চরম মানবাধিকার লংঘন