কিভাবে নিশ্চিত করা যায় নারী পুরুষের সমান অধিকার

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। রাষ্ট্র সমাজ পরিবার এখনো অনেক ক্ষেত্রেই নারীকে দুর্বল ভাবা হয়, দুর্বল করে রাখা হয়। নারী ও পুরুষের দৈহিক গঠনের পার্থক্য থাকাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করাটা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার।

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। রাষ্ট্র সমাজ পরিবার এখনো অনেক ক্ষেত্রেই নারীকে দুর্বল ভাবা হয়, দুর্বল করে রাখা হয়। নারী ও পুরুষের দৈহিক গঠনের পার্থক্য থাকাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করাটা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার। আর মানসিকভাবে নারীকে দুর্বল ভাবা নির্বুদ্ধিতা। একথা যতোই দিন যাচ্ছে বারবার প্রমানিত হচ্ছে। নারী স্বাধীন, শক্তিশালী, সৃষ্টিশীল এবং পুরুষের চেয়ে কোনো কাজেই কম না। তারপরও পরিবার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত, বৈষম্যের শিকার।

কেনো কিভাবে তা দূর করা যায় এসব নিয়ে আজকের আলওচনায় অংশ নিচ্ছেন এ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং ডায়মন্ড হার্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপর্না ব্যানার্জী।

Your browser doesn’t support HTML5

কিভাবে নিশ্চিত করা যায় নারী পুরুষের সমান অধিকার