চকবাজার অগ্নিকান্ডের পর সরকারের হাইকোর্টের প্রতি রুল জারি

চকবাজার অগ্নিকান্ডের পরে হাইকোর্টে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার ২০১০ সালে নিমতলীর ঘটনার পরে তদন্ত কমিটির ১৭ দফা সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে।

চকবাজার অগ্নিকান্ডের পরে হাইকোর্টে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার ২০১০ সালে নিমতলীর ঘটনার পরে তদন্ত কমিটির ১৭ দফা সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে।

চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংস্থাগুলোকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। নিমতলীর ঘটনার পরে গঠিত তদন্ত কমিটি পুরনো ঢাকা থেকে কেমিকেল গোডাউন অপসারণসহ বিভিন্ন সুপারিশ করেছিল।

চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ওই অগ্নিকান্ডের ঘটনায় কর্তৃপক্ষীয় হিসেবে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬৯ জনে। যে ২ জন সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হচ্ছেন- ফরিদপুর জেলার ৬০ বছর বয়সী আনোয়ার হোসেন এবং ময়মনসিংহের ৪৫ বছর বয়সী সোহাগ।

ইউরোপীয় ইউনিয়ন চকবাজারের আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

চকবাজার অগ্নিকান্ডের পর সরকারের হাইকোর্টের প্রতি রুল জারি