উত্তর প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত

উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পশ্চিমবঙ্গের অন্তত ৯ জন শ্রমিকের। আজ ভারতীয় সময় দুপুর নাগাদ ভাদোহি এলাকার একটি কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা অন্তত ১১।

উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পশ্চিমবঙ্গের অন্তত ৯ জন শ্রমিকের। আজ ভারতীয় সময় দুপুর নাগাদ ভাদোহি এলাকার একটি কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা অন্তত ১১।

সংবাদ সংস্থার খবর সংশ্লিষ্ট বিস্ফোরণে যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৯ জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এঁদের বেশিরভাগের বাড়ি মালদার এনায়েতপুরে। ১ জনের বাড়ি মথুরাপুর এলাকার কমলপুর গ্রামে। মালদা পুলিশ সূত্রে খবর, নিহতরা আতাউর রহমান, আবদুল গফফর, সুভান আনসারি, ইসরাফিল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, আবদুল কাদির এবং মোসাওয়ার। এঁদের মধ্যে একমাত্র মোসাওয়ারের বাড়ি মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কমলপুরে।

নিহতদের মধ্যে কারখানার মালিকও আছেন বলে অনুমান পুলিশের।উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, ভাদোহির রোহতা বাজারে এক কার্পেট কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে। পাশের তিনটি বাড়িরও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।

ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও, পুলিশের অনুমান, কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় বিস্ফোরণ ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

Your browser doesn’t support HTML5

উত্তর প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত