৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও এর ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ৩৬ জন প্রার্থী ইতোমধ্যে হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
গত তিন দিনে এই মামলাগুলো হয়েছে। নির্বাচনের পরে বিএনপি এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল ও নির্বাচন চ্যালেঞ্জ করে প্রার্থীরা মামলা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। আইনানুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৪৫ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীদের মামলা করার বিধান রয়েছে। মামলা সম্পর্কে মামলা দায়েরকারীদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলা হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে।
নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে ৬টি নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়েছে। এদিকে, আওয়ামী লীগ আইনগতভাবেই বিএনপির প্রার্থীদের ওইসব মামলা মোকাবেলা করবে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5