সোহরাওয়ার্দী হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। তবে আগুন লাগার কিছু পরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় এটি নিয়ন্ত্রণে আসে।
সন্ধ্যায় রাজধানীর মিরপুর রোডের ওই হাসপাতালে আগুন লাগার পর ভর্তি রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্বজনরা ভর্তি রোগীদের বাইরে নিয়ে আসেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলা হলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দাবি করেছেন, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা নেই।
৮৭৫ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে রোগী এবং স্বজন মিলে ঘটনার সময় প্রায় দেড় হাজার মানুষ ছিলেন বলে অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান জানিয়েছেন হাসপাতালের নীচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত বলে তাদের ধারণা। তবে বিস্তারিত নিশ্চিত হতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5