টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে বিশ্ব ইজতেমা

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের দিল্লী ভিত্তিক বিশ্ব তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা।

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের দিল্লী ভিত্তিক বিশ্ব তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা।

তাবলিগ জামায়াতের বাংলাদেশ অংশের দুই গ্রুপের বিরোধের কারণে এবার চারদিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে এ বছরের ইজতেমা। প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর তরফে জানানো হয়েছে অন্যবারের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দানের আশপাশে সিসি ক্যামেরা বসানো ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য।

তাবলিগ জামায়াতের পক্ষ থেকে হলা হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই প্রায় আশি ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে । তাবলিগ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে গত চার বছর ধরে দুই পর্বে ৩২ জেলার মুসুল্লিরা অংশ নিলেও এবছর ৬৪ জেলার মুসুল্লিরা একযোগে অংশ নিবেন বিশ্ব ইজতেমায়।

Your browser doesn’t support HTML5

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা