মায়াবতীকে সরকারি তহবিলে মূর্তি স্থাপনের খরচ ফেরৎ দিতে বলেছে সুপ্রিম কোর্ট

mayawati statue

ভারতের বিএসপি নেত্রী মায়াবতী জনগণের টাকায় যে অজস্র মূর্তি স্থাপন করেছেন, তার খরচ সরকারি তহবিলে ফেরৎ দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে মায়াবতী রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচ করে রাজধানী লখনৌতে একটি পার্কে নিজের আর দল বহুজন সমাজ পার্টির প্রতীক হাতির ৪০টির বেশি মূর্তি বসিয়েছিলেন। এক একটা হাতির জন্য খরচ হয় ৭০ লাখ করে, আর মায়াবতীর মূর্তি সাড়ে ৬ কোটি টাকা করে। সেটা বছর বারো আগের ঘটনা। তখন তা নিয়ে হৈচৈ হয়, একজন আইনজীবী মামলা করেন, পরে আবার সবাই ভুলেও যায়। সরকারি, অর্থাৎ জনগণের টাকায় যে এভাবে নিজের আর দলের প্রচার করা যায় না, তাই নিয়ে মামলাটা কিন্তু ছিল। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাকারীর যুক্তি মেনে অত্যন্ত কঠোর ভাবে জানিয়ে দিয়েছে, এই পুরো টাকাটা মায়াবতীকে সরকারি তহবিলে ফেরৎ দিতে হবে। আগামী দোসরা এপ্রিল পরবর্তী শুনানি হবে।

কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

মায়াবতীকে সরকারি তহবিলে মূর্তি স্থাপনের খরচ ফেরৎ দিতে বলেছে সুপ্রিম কোর্ট