বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত জানাতে বলল কলকাতা হাই কোর্ট।

রথযাত্রা

আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা করে শনিবার বিজেপিকে নিজেদের অবস্থান জানিয়ে দিক রাজ্য প্রশাসন। তবে রাজ্য প্রশাসন চেয়েছিল বুধবারের বদলে শুক্রবার বিজেপি নেতৃত্বর সঙ্গে এই ইস্যুতে বৈঠক করতে। কিন্তু এদিন হাই কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবার নয়, বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বর সঙ্গে আলোচনা করুক রাজ্য প্রশাসন, আর শনিবার বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিক তাদের সিদ্ধান্ত।প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যে রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আলোচনায় বসতে চেয়ে মুখ্যসচিবকে লিখিত প্রস্তাবও দেয় বিজেপির রাজ্য নেতৃত্বও। কিন্তু, দলের দুই নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনায় বসতে রাজ্য সরকার রাজি নয়।

এরপরই গতকাল কলকাতা হাইকোর্টে বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট বিষয় টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ এমনই রায় দিল কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।