ক্যালিফোর্নিয়ার বন্দুকধারীর পরিচয় জানা গেছে

ক্যালিফোর্নিয়া বন্দুকধারী

কর্তৃপক্ষ সেই বন্দুকধারীটির পরিচয় জানতে পেরেছেন যে বুধবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পানশালা এবং ড্যান্স ক্লাবে গুলি করে ১২ জনকে হত্যা করেছে। এই লোকটির নাম Ian David Long.এবং তার বয়স ২৮ বছর ।

ভেনচ্যূরার কাউন্টি শেরিফ জিওফ ডিন সংবাদদাতাদের বলেন লং , যুক্তরাষ্ট্রের একজন সাবেক মেরিন । সাম্প্রতিক বছরগুলোতে আইন প্রয়োগকারিদের সঙ্গে তার সামান্য সংঘাত হয়েছে।