ছেলে না মেয়ে, বাচ্চা পালনের ক্ষেত্রে কোনটি সহজ? ছেলে। এ্যামেরিকানরা তাই মনে করেন যে; মেয়ে সন্তানের তুলনায় ছেলে সন্তান পালন করা সহজ। গ্যালপ জরিপে দেখা যাচ্ছে ৫৪ শতাংশ আমেরিকান তাই মনে করেন। মাত্র ২৭ শতাংশ আমেরিকান মনে করেন কন্যা সন্তান পালন বেশি সহজ।
১৯৪৭ সালে এমন একটি জরিপ করেছিল গ্যালপ যাতে তখনো ৪২ শতাংশ আমেরিকান মনে করতেন ছেলে সন্তান পালনই সহজ, মেয়ে সন্তানের তুলনায়।
এই প্রশ্নে নারী পুরুষের মতামতের তুলনামূলক হিসাবে দেখা যায় ৫৮ শতাংশ পুরুষ মত দেন ছেলে সন্তানের পক্ষে। ২৪ শতাংশ বলেন কন্যা সন্তানের কথা।
নারীদের মধ্যে ৫০ শতাংশ ছেলে সন্তানের পক্ষে আর ২৯ শতাংশ মেয়ে সন্তানের পক্ষে।
জাতিসংঘের ২০১৫ সালের হিসাবে যুক্তরাষ্ট্রে ১০৪.৬ টি ছেলে জন্ম নেয়; একই সময়ে ১০০টি মেয়ে জন্ম নেয়। বৈশ্বিক হিসাবে ১০০ কন্যার তুলনামুলক জন্ম হারে ১০৭টি পুত্রের জন্ম হয়। পুত্র সন্তান জন্মের বৈশ্বিক হারে আজারবাইজান সবচেয়ে এগিয়ে- পুত্র-কন্যার তুলানামূলক হার ১১৮.৯-১১৫-৯।