সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তিনটি দলের নাম বাদ দিয়েছে ইথিওপিয়া সংসদ

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তিনটি দলের নাম বাদ দিয়েছে ইথিওপিয়া সংসদ। বৃহস্পতিবার ইথিওপিয়ান সাংসদরা Oromo Liberation Front (OLF), Ogaden National Liberation Front (ONLF) and Ginbot 7 নামের সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ রাখার বিষয়ে তোলা বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

প্রধানমন্ত্রী আবি আহমেদের সংসদ ঐ বিল সংসদে পেশ করে গত সপ্তাহে। প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ ফিতসাম আরেগা বলেন এই সিদ্ধান্ত দেশে সুস্থ ও শান্তিপূর্ন রাজনীতি চর্চার সুযোগ আরো প্রসারিত করবে।

ফিতসাম আরো বলেন অস্ত্র, সংঘাত ও সংসদীয় নির্দেশ না মানার কারনে যাদেরকে ইতিমধ্যেই শাস্তি দেয়া হয়েছে তাদেরকে ক্ষমা প্রদর্শনের পক্ষে একটি বিলও সংসদে পেশ করা হয়েছে।

ইথিওপিয়াকে স্বৈরাচারি দেশ বলে অনেক সমালোচনা ওঠার প্রেক্ষিতে সরকার বিভিন্ন সংস্কারের যে কর্মসূচী হাতে নেন এগুলো তারই অংশ।