আফগানিস্তানে তালিবানের সঙ্গে যুদ্ধে কয়েক ডজন সরকারী কর্মকর্তা নিহত

পূর্ব আফগানিস্তানের ঘাজনি প্রদেশের কয়েকটি জেলায় গত কয়েকদিন তালিবান ও নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে কয়েক ডজন সরকারী কর্মকর্তা নিহত হয়েছে।

ঘাজনি প্রদেশের কর্মকর্তারা বলেন মঙ্গলবার তালিবান ঐ প্রদেশের দুটি জেলার দখল নিয়েছে। গত রাতের যুদ্ধের পর তারা জাঘাতু এবং দেহাক জেলার নিয়ন্ত্রন হাতে নিয়েছে।

প্রাদেশিক পরিষদের সদস্য লতিফা আকবর বলেন তালিবান জঙ্গীদের সঙ্গে যুদ্ধে স্থাণীয় জেলা পুলিশ প্রধানসহ তাদের অন্তত ২০ জন নিরাপত্তা কর্মী মারা গেছেন। তবে আফগান সরকারী সুত্র বলেছে ১২ জন নিহত হবার কথা।

তালিবান জঙ্গীদের সঙ্গে যুদ্ধে আজরিস্তান জেলায় আরো ২০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে জনা গেছে। পরে সেখানে বিশেষ বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়ার পর তালিবান পিছু হটে যায়। সরকারী কতৃপক্ষ বলেছে ঐ যুদ্ধে কমপক্ষে ১০ জন তালিবান জঙ্গী মারা গেছে।