পশ্চিমবঙ্গে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ মিলল। রাজ্যের হাওড়া জেলার ডোমজুড়ের রায়পুর এলাকায় ওই কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জানা গেছে বিহারের মুঙ্গের থেকে প্রশিক্ষিত কর্মী এনে বন্দুক তৈরি হচ্ছিল ওখানে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের আর এক জেলা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের জেরা করেই ডোমজুড় এলাকায় অভিযান চালায় দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সেখানেই হদিশ মেলে অস্ত্র কারখানার। একটি বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, কয়েকটি ছিল অর্দ্ধনির্মিত। এছাড়াও পাওয়া গিয়েছে লেদ ও পালিশ মেশিন। জানা গেছে এই আগ্নেয়াস্ত্রগুলি ক্যানিংয়ে পাচার করার উদ্দেশ্য ছিল। ধৃতদের জেরা করে কতদিন ধরে এই কারবার চলছে, কারা এর সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন বলে খবর।
Your browser doesn’t support HTML5