প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারো অভিবাসন সংস্কার নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার তিনি ডাকা কর্মসূচীর আওতায় থাকাদের বিষয়ে বলেছেন তাদেরকে বৈধ হতে হলে অবশ্যই সীমান্ত দেয়াল তোলার জন্য খরচ দিতে হবে।
তিনি চেইন ইমিগ্রেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাবা মা ভাইবোনের জন্য অভিবাসনের দরখাস্ত করার বিপক্ষে এবং ডিভি লটারী বন্ধের কথাও বলেছেন।
ওবামা প্রশাসনের আমলে ডাকা কর্মসূচীর আওতায় যে ৮ লক্ষ শিক্ষার্থীকে সাময়িক ওয়ার্ক পারমিট দেয়া হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প ডাকা বাতিল করে তাদেরকে ৫ই মার্চের মধ্যে তাদের স্ট্যাটাস নবায়ন করার সুযোগ দেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে রিপাবলিকান সেনেটরদের সঙ্গে অভিবাসন সংক্রান্ত এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।