নিউইয়র্কের ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে

নিউইয়র্কের ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েক দশকের মধ্যে আবাসিক ভবনে এরকম মারাত্মক আগুন ধরার ঘটনা ঘটেনি। ব্রঙ্কসের উত্তরাঞ্চলের একটি ৫তলা এপার্টম্যান্ট ভবনে বৃহস্পতিবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঐ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

শহরের মেয়র বিল ডিবিবলাসিও বলেছেন, “যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অন্তত একজনের বয়স ছিল মাত্র ১ বছর। তিনি বলেন ব্রঙ্কসের এই ঘটনায় অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের তথ্য অনুযায়ী অন্তত ২৫ বছরের মধ্যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেনি।”