ইসরাইলের পরিবহন মন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে জেরুজালেমের পবিত্র পশ্চিম দেওয়াল বরাবর ভবিষ্যতের রেল স্টেশনের নাম যেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাম অনুযায়ী দেওয়া হয়। যুক্তরাষ্ট্র জেরু জালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় মন্ত্রী এই মন্তব্য করলেন।
পরিবহন মন্ত্রী ঈসরাইল কাটজ, ইসরাইলি রেলওয়ে বিভাগের নির্বাহী কর্মকর্তাদের এক সাম্প্রতিক বৈঠকে জেরুজালেমের হাই স্পিড রেল লাইনের পশ্চিম জেরুজালেম পর্যন্ত সম্প্রসারণের আহ্বান জানান এবং সেখানে একটি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন।
কাটজ প্রস্তাব করেন যে জেওরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেবার ট্রাম্পের, তাঁর কথায় সাহসী ও ঐতিহাসিক স্বীকৃতির জন্য স্টেশনটির নাম ট্রাম্পের নাম অনুযায়ী দেওয়া হোক।
পশ্চিমের এই দেওয়াল হচ্ছে, পবিত্রম স্থান যেখানে ইহুদিরা প্রার্থনা করেন এবং মুসলমানদের জন্যো এটি ইসলামের তৃতীয় পবিত্রম স্থান।
মনে করা হচ্ছে এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ে সমালোচিত হতে পারে, যারা কীনা পুর্ব জেরুজালেমে এবং ওল্ড সিটিতে ইসরাইলের সার্বভৌমত্ব স্বীকার করেন না।