প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের বিজেপিতে আসা নিয়ে দলের একাংশ অস্বস্তিতে। শুক্রবার মুকুলের আগমনের ঘোষণার অনুষ্ঠানে দলের সভাপতি অমিত শাহের অনুপস্থিতি মনে করিয়ে দিল, মুকুলের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ নিয়ে দলের নেতৃত্বের যে একটা অস্বস্তি রয়েছে। একাংশের মত, মমতা ব্যানার্জীর মত নেত্রী মাথার ওপরে ছিলেন বলেই তৃণমূলে সফল হয়েছিলেন মুকুল। আবার, কেউ কেউ মনে করছেন, এ রাজ্যে বিজেপির একজন নির্বাচনী ম্যানেজারের যে দরকার ছিল, মুকুল সে দায়িত্ব ভালই পালন করবেন। ওঁর সম্পর্কে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন বিজেপি নেতৃত্বের জবাব, কেবল তো অভিযোগ, কিছু তো প্রমাণ হয় নি। অন্য দলের নেতাদের বিদ্রুপ, দুর্নীতির অভিযোগে জেলে যাওয়া থেকে বাঁচতেই মুকুলের বিজেপির আশ্রয় নেওয়া। তবে মুকুল কি করতে পারেন, তা নিয়ে কৌতুহল রয়েছে রাজনৈতিক মহলে।
Your browser doesn’t support HTML5