আগামী ২০১৭-১৮অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেড়েছে নারী উন্নয়ন বরাদ্দ। প্রায় ২৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগকে অন্তর্ভুক্ত করে জেন্ডার বাজেটে বরাদ্দ রাখা হয়েছে –১ লাখ ১২ হাজার ১৯ কোটি টাকা, যা মোট বাজেটের ২৮ শতাংশ।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বরাদ্দ দেয়া এই অর্থ প্রতক্ষ ও পরোক্ষ ভাবে নারীর উন্নয়নে ব্যয় হবে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহন বাড়াতে –বিভিন্ন প্রশিক্ষণ, কর্মজীবী নারীদের নিরাপত্তা, তাদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার নারীদের, বিভিন্ন বৃত্তি এবং আর্থিক সহায়তা দেয়া সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর উন্নয়নে নজর দেবে সরকার।
প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতেও বরাদ্দ বাড়ান হয়েছে। এখাতে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ টাকা বাড়িয়ে ৩৫ লাখ টাকা করা হচ্ছে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১’শ টাকা থেকে বাড়িয়ে ৭’শ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া হিজড়াদের জন্য ১১ কোটি টাকা এবং বেদে সম্প্রদায়ের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতার বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। নাসরিন হুদা বিথী।
Your browser doesn’t support HTML5