প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে মঙ্গলবার ভুটান যাচ্ছেন। ভুটানে অটিজমের উপরে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিঙ তোবগের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ, আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ, কৃষি ও বাণিজ্য সম্পর্ক সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরকালে দুই দেশের মধ্যে পণ্যের দ্বৈতকর পরিহার, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নদী পথ ব্যবহারসহ ৬টি বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের রাজা এবং রাণীর সাথেও সৌজন্যে সাক্ষাত করবেন।
Your browser doesn’t support HTML5