ওড়িশার দইকাল্লু রেলওয়ে স্টেশনে মাওবাদীদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার দইকাল্লু স্টেশনে মাওবাদী হামলায় স্টেশন মাস্টারের ঘরে বিস্ফোরণ ঘটলো।

ভারতীয় ইস্ট-কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ পনেরো থেকে কমপক্ষে তিরিশ জন মাওবাদী রায়গড়া জেলার দইকাল্লু স্টেশনে হানা দেয়। স্টেশন মাস্টারকে জোর জবরদস্তি করে তাঁর ঘর থেকে বার করে এনে, তাঁর ঘরে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তাণ্ডব চলে গোটা স্টেশনে। এরপর রেলের দুটি ওয়াকিটকি ছিনিয়ে নেয় মাওবাদীরা। স্টেশন চত্বরে পোস্টার সেঁটে দিয়ে পালিয়ে যায় তারা। পোস্টারে মাওবাদীরা আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের প্রতিবাদ জানিয়েছে বলে জানা গেছে। এই হামলার ঘটনায় ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয় বলে খবর।

এই ঘটনায় অবশ্য রেলের কোনও কর্মী বা স্থানীয় কোনও ব্যক্তি আহত হননি। মাওবাদীদের ফেলে যাওয়া পোস্টারে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক জমানার নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। একটি পোস্টারে প্রধানমন্ত্রীর ওড়িশা সফরের বিরোধিতা করা হয়েছে। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিআরপিএফ এবং জিআরপি বলে খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট