একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, শুধু ২৫ মার্চ নয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস জুড়ে পাক হানাদাররা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলো তার আন্তর্জাতিক স্বীকৃতি চায়। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ৪৭ তম "গণহত্যা দিবস" পালনের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হচ্ছে। জাতিসংঘের ওই সনদে পৃথিবীর ১৯৩টি দেশের সঙ্গে বাংলাদেশও স্বাক্ষর করেছে। শাহরিয়ার কবির বলেন, ১১ মার্চ জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের পাশাপাশি এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার উদ্যোগ নেবে। ইতি মধ্যে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠান হয়েছে জাতিসংঘে।
Your browser doesn’t support HTML5