রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতাকারীরা আবেগ তাড়িত: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতালে পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষ এবং পুলিশী তৎপরতার পরে শুক্রবার সরকারের পক্ষ থেকে পুনরায় বলা হয়েছে যে, ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে কোনোভাবেই পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়বে না; সুন্দরবনেরও কোনো ক্ষতি হবে না। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যারা ওই প্রকল্পের বিরোধীতা করছেন তারা আবেগ-তাড়িত। তবে প্রতিমন্ত্রী ওই প্রকল্প বিরোধীতাকারীদের যেভাবে বাধা প্রদান করা হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, বিষয়টি এভাবে না হলেও হতো।এদিকে, বৃহস্পতিবার হরতাল চলাকালে সৃষ্ট সংঘর্ষের সময় পুলিশের বেদম প্রহারে বেসরকারি টেলিভিশন এটিএন-এর ২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ওই টেলিভিশন কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট