ভারতীয় গোয়েন্দাদের নজরে রয়েছে বারোটি পাক জঙ্গি ঘাঁটি

আজ কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার এক গোপন রির্পোটে প্রকাশ পেয়েছে তিনশো জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে এবং ভারতীয় গোয়েন্দাদের নজরে রয়েছে বারোটি পাক জঙ্গি ঘাঁটি। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত -পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশকিছু গোপণীয় জঙ্গি ঘাঁটিতে প্রায় তিনশোর মতো জঙ্গি এখন প্রশিক্ষণ নিচ্ছে। তারা যেকোনও মুহূর্তে ভারতে ঢুকে পড়তে পারে । এমনকি কোন এলাকা দিয়ে কীভাবে এই জঙ্গিরা সীমান্তের এপ্রান্তে অনুপ্রবেশ করবে, সেকথাও উল্লেখ করা রয়েছে রিপোর্টে।প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে ওই গোপন রিপোর্টটি মূলত তৈরি করা হয়েছে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই এলাকার পরিস্থিতির কথা জানাতে। সেখানে একথাও উল্লেখ করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি ঘাঁটির সেসময় যথেষ্ট ক্ষতি হয়েছিল।রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে গোয়েন্দাদের তরফে এও দাবি করা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের পর অনুপ্রবেশের মাত্রা অনেক বেড়ে গেছে, কারণ এখন জঙ্গিরা প্রতিশোধ নিতে মরিয়া। সেজন্যে নিরাপত্তাবাহিনীকে সর্বদা সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট