ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেওয়া হয়েছে

ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ এবং অসন্তোষের মুখে বন্ধ করে দেয়া পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেয়া হয়েছে। তবে খুলে দেয়া কারখানাগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে শ্রমিক ছটাই অব্যাহত রেখেছে বলে জানা গেছে।কারখানা খুলে দেয়ার পর অবশ্য কোন বিক্ষোভ-অসন্তোষের খবর পাওয়া যায়নি।নুন্যতম মজুরি ১৫০০০ টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় প্রায় ১১ দিন বিক্ষোভ-অসন্তোষের পর কর্তৃপক্ষ গত ২০শে ডিসেম্বর ৫৯ টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রায় ৩৫০ জন শ্রমিককে ছাটাই করেছে এবং প্রায় ১৮০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ এপর্যন্ত ৯ শ্রমিক নেতা সহ মোট ২৯ জনকে গ্রেফতার করেছে। খুলে দেয়া কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতি ছিল কম কারন কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণার পর অনেক শ্রমিক গ্রামের বাড়ি চলে গেছেন। এদিকে, সরকার আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট