বঙ্গভবনে নতুন নির্বাচন কমিশন(ইসি)গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা

নতুন নির্বাচন কমিশন(ইসি)গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বিতীয় দিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এক ঘণ্টার এই আলোচনায় জাতীয় পার্টির ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আলোচনা শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, তারা পাঁচটি প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন যাতে নতুন ইসি গঠনে সার্চ কমিটি করার কথা বলা হয়নি।তিনি বলেছেন প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন এবং নির্বাচন কমিশন যাতে স্বাধীন ভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করা। এর আগে ,গত রোববার বি এন পির সাথে এ বিষয়ে রাষ্ট্রপতি আলোচনা করেছেন। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট