গত এক মাসে রোহিঙ্গাদের ২৬৫ টি নৌকা ফেরত পাঠাল বিজিবি

রোববার ভোরে ও দুপুরে সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে ১৫ টি নৌকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন-নাফ নদী পার হয়ে সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। এ সময় রোহিঙ্গাদের বাধা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি। তিনি বলেন-ঐ নৌকার এক একটিতে ১৫/২০ জন রোহিঙ্গা ছিল। তিনি আরও বলেন- এ পর্যন্ত গত এক মাসে ২৬৫ টি নৌকা ফেরত পাঠান হয়। সেই সাথে সীমান্তের টহল আরও জোরদার করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট