দেশপ্রেম মানুষের হৃদয়ে জোর করে চাপিয়ে দেওয়া যায় না

সুপ্রিম কোর্টের নির্দেশ, সিনেমাহলে ছায়াছবি শুরুর আগে বাজাতে হবে জাতীয় সঙ্গীত, সম্মান দেখাতে দর্শকেরাও উঠে দাঁড়াবেন। কিন্তু অনেকেই এমন নির্দেশের বিরোধী। যেমন, দেশের প্রাক্তন অ্যাটর্নী জেনারেল, সোলি সোরাবজীর মতে, এ সব বিষয়ে নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের কাজ-ই নয়। সংসদের রাজ্যসভায় শাসক বিজেপি দলের সদস্য স্বপন দাশগুপ্ত বলেছেন, মানুষের মনে দেশপ্রেম জাগাতে আর কোনও পথ খুঁজে পেল না সুপ্রিম কোর্ট? লেখক চেতন ভগতের মত, এমন নির্দেশ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আবার, এই নির্দেশের সমর্থনও করেছেন সিনেমা জগতের অনেকে। অন্য দিকে, এক চিত্র পরিচালক বলেছেন, দেশপ্রেম থাকে মানুষের হৃদয়ে, তা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। উল্লেখ্য, অতীতে দু বার এমন নির্দেশ জারি হয়েও পরে প্রত্যাহৃত হয় দর্শকেরা প্রায়শই তা অমান্য করতেন বলে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট