গত জুলাই মাসের পর থেকে অশান্ত কাশ্মীর। থমকে গেছে সেখানকার জন জীবন। প্রতিদিনই চলছে, স্বাভাবিক হওয়ার লড়াই। রক্তাক্ত ভূস্বর্গে,ক্ষতবিক্ষত শিক্ষাব্যবস্থাও । এমনেই পরস্থিতির মুখে পড়ে, এবার নতুন স্ট্র্যাটেজি নিল জম্মু-কাশ্মীর সরকার। সিদ্ধান্ত হয়েছে, চলতি শিক্ষাবর্ষে সব পড়ুয়া পাস। সবাইকেই তুলে দেওয়া হবে পরের ক্লাসে। এক দিন না, দু দিন না, দিনের পর দিন মাসের পর মাস স্তব্ধ জীবন।ছররা বন্দুকের গুলিতে নষ্ট চোখ। কিংবা পুলিসি ব্যাটনের ঘায়ে শরীরে পড়া কালসিটে। ক্ষত গভীর। কোন পথে ফিরবে ছন্দ, তা খুঁজে পেতে মরিয়া সেখানকার রাজন্য সরকার । কিন্তু পথ মিলছে না। ভুগতে হচ্ছে কাশ্মীরিদের।...বন্ধ দোকান বাজার। দিনের পর দিন এই অবস্থা দেখে ফিরে আসতে হচ্ছে সাধারন মানুষকে। আধপেটা খেয়ে, খাবার মজুত রাখতে হয় এদের। আর পড়াশোনা! এই অশান্তির মাঝে তা বিলাসিতা ছাড়া আর কী? কে বের হবে পথে?কাঁদানে গ্যাসের শেল বুক পেতে নেবে কে? জীবন আগে না জ্ঞান, এ প্রশ্ন যখন সামনে এসে মাথা তোলে, তখন বেছে তো নিতেই হয় নিজের প্রাণকেই। তবু অবস্থা স্বাভাবিক করার চেষ্টা থেকে, এবার নতুন পথ নিল মেহবুবা মুফতি সরকার।চলতি শিক্ষাবর্ষে ক্লাস ফাইভ থেকে নাইন এবং ক্লাস ইলেভেনের সব পড়ুয়াকে এবার পাস।
Your browser doesn’t support HTML5