শুনতে খুবই অদ্ভুত, কিন্তু সত্যিই রিজার্ভ ব্যাঙ্ক ভাবছে, বাতিল টন-টন ১,০০০ আর ৫০০ টাকার নোট দিয়ে হাল্কা ওজনের ইঁট তৈরি করা যায় কিন্তু তারপর সড়ক নির্মাণের কাজে লাগতে পারে ঐ ইঁট। কোটি কোটি বাতিল নোট নিয়ে কি করা হবে, তা নিয়ে নানান ভাবনা নাড়াচাড়া চলছে। অতীতে পুরনো নোটের যে যে অংশ নতুন নোট তৈরিতে কাজে লাগানো সম্ভব ছিল, সেটাই করা হত। এক কথায় - রিসাইক্লিং। এ বার বিকল্প কোনও পথ খুঁজতে গিয়েই এই প্রস্তাব এসেছে। উপদেষ্টারা বলছেন, পুরনো নোট দিয়ে তৈরি হতে পারে `লাইট ওয়েট ব্রিকস`, বা, মাত্র ১২৫ গ্রাম ওজনের ইঁট। সত্যিই ইঁট তৈরি হলে তা বিক্রির জন্য দেশ জুড়ে ডাকা হতে পারে টেন্ডার। রিজার্ভ ব্যাঙ্ক এই বিকল্প কাজে লাগাতে খুবই উতসাহী। কেননা, ইঁট বিক্রি থেকে অনেক টাকা আয় হবে তখন। সদ্য বাতিল হওয়া নোট ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের গুদামে জমা হয়ে আছে প্রচুর পুরনো, ছেঁড়া আর জাল নোটের বান্ডিল। ইঁট তৈরিতে সেগুলিও কাজে আসবে আসবে বলে আশা করছে ব্যাঙ্ক।
Your browser doesn’t support HTML5