উগ্রবাদ দমনে ফরাসী প্রেসিডেন্ট দৃঢ় প্রতিজ্ঞ

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ শুক্রবার প্যারিসে সন্ত্রাসী আক্রমণে নিহতদের স্মরণে অনুষ্ঠিত জাতীয় স্মরণ সভায় বক্তব্য দান কালে প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে তিনি উগ্রবাদ অবসান ঘটাবেন। ভাবগম্ভীর পরিবেশে ঐ সন্ত্রাসী আক্রমণে নিহত ১৩০ জনের নাম এবং বয়স পড়া হয়।


দু’সপ্তাহ আগে প্যারিসব্যাপী নানা স্থানে আত্মঘাতী সন্ত্রাসীরা ঐ নিরপরাধ মানুষের ওপরে হামলা চালায়।