ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ শুক্রবার প্যারিসে সন্ত্রাসী আক্রমণে নিহতদের স্মরণে অনুষ্ঠিত জাতীয় স্মরণ সভায় বক্তব্য দান কালে প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে তিনি উগ্রবাদ অবসান ঘটাবেন। ভাবগম্ভীর পরিবেশে ঐ সন্ত্রাসী আক্রমণে নিহত ১৩০ জনের নাম এবং বয়স পড়া হয়।
দু’সপ্তাহ আগে প্যারিসব্যাপী নানা স্থানে আত্মঘাতী সন্ত্রাসীরা ঐ নিরপরাধ মানুষের ওপরে হামলা চালায়।