জঙ্গি-গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দেশের বাইরে থাকা বাংলাদেশী ব্লগারদের একটি হিটলিস্ট প্রকাশ করেছে।
বুধবার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ হিটলিস্টের উল্লেখ করে বলা হয়েছে এ নতুন হিটলিস্টের ব্লগারদের মধ্যে ব্রিটেনে আছেন ৯ জন, জার্মানিতে ৭ জন, যুক্তরাষ্ট্রে ২ জন এবং কানাডা ও সুইডেনে আছেন একজন করে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় এবিটি অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে হিটলিস্টটি প্রকাশ করেছে। তবে কোন ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
বিবৃতিতে ইসলামের শত্রু, নাস্তিক, ধর্মভ্রষ্ট, অবিশ্বাসী, ইসলাম-বিরোধী ব্লগার, ভারতের এজেন্টদের বাংলাদেশী নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়ে বলা হয় অন্যথায় সর্বশক্তিমান আল্লাহর দুনিয়ায় তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে।
প্রতিবেদনে এও বলা হয়েছে নতুন তালিকার উৎস স্পষ্ট নয় এবং এটা প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে এবিটির বিবৃতি কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
Your browser doesn’t support HTML5