কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নৈরাজ্য মুক্ত করতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নৈরাজ্য মুক্ত করতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির ছাত্র শাখা সংগঠন অখিল ভারতীয় বির্দ্যাথী পরিষদ।আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চার মাস জুড়ে সেভ ক্যাম্পাস সেভ এডুকেশন আন্দোলন চালাবে সংঘ পরিবারের এই স্বতন্ত্র ছাত্র সংগঠন। শহরে শুরু হয়েছে এই সংগঠনের দুদিন ব্যাপী রাজ্য কার্যনির্বাহী সমিতির বৈঠক।এই বৈঠক থেকেই আন্দোলনের রুপরেখা তৈরী করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহ সাংগঠনিক সম্পাদক কে এন রঘুনন্দন। তিনি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন সংগঠনের প্রথম লক্ষ্য রাজ্যের 20টি জেলার সমস্ত কলেজ বিশ্ব বিদ্যালয়ে ইউনিট খোলা.....একই সংগে তিনি সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য সদস্য সংগ্রহ অভিযানের ওপর জোর দেওয়ার কথাও জানিয়েছেন।রাজ্যে এক লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।

Your browser doesn’t support HTML5

roy campus