বায়ু দূষণ এক ভয়ঙ্কর আকার নিয়েছে ভারতে। কেন্ত্রীয় পরিবেশ মন্ত্রী, প্রকাশ জাভেদকার সংসদে জানিয়েছেন, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে বায়ুদূষণজনিত অসুখে দেশে মারা গিয়েছেন ৩৫,৬১৬ জন মানুষ। এর মধ্যে আবার পরিস্থিতি সবচেয়ে খারাপ পশ্চিমবঙ্গে। এই ছয় বছরে এ রাজ্যে মারা যান ৬,৪২৩ জন। বায়ুদূষণ জনিত অসুখ ও তা থেকে মৃত্যু সম্পর্কিত তথ্য এই প্রথম সরকারি ভাবে প্রকাশ করা হল। দেখা যাচ্ছে, ২০০৯ সালে বায়ুদূষণ সম্পর্কিত ব্যাধিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ কোটি ৬১ লক্ষ ভারতীয়। আর, ২০১৪-য় নতুন করে অাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ। বা, গত বছর প্রতি দিন গড়ে নতুন করে বায়ুদূষণজনিত অসুখের কবলে পড়ছেন ৯৫ হাজার মানুষ। কাজেই নির্দিষ্ট ভাবে বায়ুদূষণ থেকে ব্যাধির আক্রমণ বেড়েই চলেছে। সরকার দূষণ কমাতে নানান বিধিনিষেধ জারি করে চললেও ফল যে বিশেষ হয় নি, তা তো পরিষ্কার। এই দূষণ ঘটে চলেছে কল-কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এবং নির্মাণ শিল্পের ধোঁয়া থেকে।
Your browser doesn’t support HTML5